দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদি আরবে গতকাল (বুধবার) জানালাবিহীন একটি বাড়িতে অগ্নিকাণ্ডের কারণে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ১১ অভিবাসী শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশী ও ভারতীয় নাগরিক।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, পুরাতন একটি বাড়িতে আগুন লাগার পর অগ্নি নির্বাপক কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জানালা না থাকার কারণে বাতাস প্রবেশ করতে না পারায় তার আগেই ওই ১১ জনের মৃত্যু ঘটে। এতে আহত হয়েছেন আরও ৬ জন। নিহতরা সবাই বাংলাদেশী ও ভারতীয় নাগরিক।
উল্লেখ্য, সৌদি আরবে সাম্প্রতিক সময় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাছাড়া সড়ক দুর্ঘটনাসহ অন্যান্য কারণেও সেখানে বাংলাদেশীসহ অধিবাসীদের মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। ২০১৫ সালের এক পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে ৯০ লাখ বিদেশী কর্মরত রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ এশিয়ার।