দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিভিন্ন ধরনের অদ্ভুত পণ্য বানাতে জুড়ি নেই চীনের নির্মাতা প্রতিষ্ঠানগুলির। এবার আমব্রেলা রেইনকোট নামের এমনই এক অদ্ভুত পণ্য বানিয়েছে তারা, যা ছাতা ও রেইনকোটের কাজ একসাথে করতে সক্ষম।
দেখতে অদ্ভুত এই আমব্রেলা রেইনকোট চীনে বেশ সাড়া ফেলেছে। অনলাইন স্টোর থেকে কিনে অনেকেই ব্যবহার করছেন এটি। ক্রেতারা বলছেন, আমব্রেলা রেইনকোট দেখতে অদ্ভুত হলেও এটি ব্যবহারের কিছু সুবিধা রয়েছে। প্রথমত, ছাতা যেভাবে ধরে রাখতে হয় এটি সেইভাবে ধরে রাখা লাগে না। ফলে দুই হাত মুক্ত থাকে।
তাছাড়া এটি হালকা আবার বাতাসে উড়ে যাওয়ার সম্ভাবনাও নেই। আমেব্রলা রেইনকোট পরলে শরীরের নীচের অংশ উন্মুক্ত থাকলেও হালকা বা মাঝারি বৃষ্টির সময় এটি পরলে শরীর ভেজার সম্ভাবনা নেই। তবে এটি ব্যবহারের কিছু অসুবিধাও রয়েছে। যেমন এটি পরা হলে শরীরে নীচের অংশ উন্মুক্তই থেকে যায়।
সব মিলিয়ে পণ্যটি ক্রেতাদের আকর্ষণ করতে পেরেছে। অনেকের ধারণা এটির ব্যবহার ছাতার ব্যবহারকে ভবিষ্যতে কমিয়ে দেবে।
তথ্যসূত্র: www.odditycentral.com