দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশে আবহাওয়ার কারণে কিছুটা শীতল হাওয়া বইলেও বিশ্বের কতোগুলো রাষ্ট্রতে প্রচণ্ড তাপদাহে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেন। যেমন আরব আমিরাতে। সেখানে এতোই তাপ যে সূর্যের তাপে ডিমও ভাজি করে ফেলা যায়। ভিডিওটি দেখলেই তা বুঝতে পারবেন!
বর্তমানে মধ্যপ্রাচ্যে গ্রীষ্মকাল। সেখানে চলছে দাবদাহ। কয়েকদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। সংযুক্ত আরব আমিরাতে এবার সেরকমই একটি ঘটনা দেখা গেলো।
আরব আমিরাতের এক ব্যক্তির ডিম ভাজির এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, বাবুর্চির আদলে কালো পোশাক পরিহিত এক ব্যক্তি রাস্তার উপর ফ্রাই প্যান তাতে তেল ঢেলে মিনিট দশেক পর, একটি বাটিতে ভাঙা ডিম দিয়ে দিলো ওই ফ্রাইপেনে।
তারপর দেখা গেলো চুলায় দেওয়ার মতোই শুরু হলো ডিম ভাজি। কিছুক্ষণের মধ্যেই ডিমটি প্রায় ভাজা হয়ে যায়।
সম্প্রতি আরব আমিরাতের তাপমাত্রা আরও বেশি থাকায় ট্রাকের টায়ার পর্যন্ত গলে যায। তবে ডিম ভাজি করার ওই সময়টির তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?v=Js7h0FYa5Kw