দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আধুনিক প্রযুক্তি মানুষের জীবন যাত্রার মান ক্রমেই বাড়িয়ে দিচ্ছে। কর্মীরা এতোদিন কার্ড সোয়াইপ করতো এখন সেটি বিলুপ্ত হতে চলেছে। কর্মীদের হাতে স্থাপন করা হবে চিপ!
যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান কার্ড সোয়াইপ করার ওই প্রচলনের ইতি টানতে চলেছে। কর্মীদের হাতে চালের সমান একটি মাইক্রোচিপ ইনস্টল করে দেওয়ার ব্যবস্থা করেছে তারা।
কে থ্রি স্কয়ার মার্কেট নামের প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টড ওয়েস্টবি বলেছেন, এই ডিভাইস ব্যবহারে যুক্তরাষ্ট্রে এটিই প্রথম প্রতিষ্ঠান হতে চলেছে। ২০০৪ সালে এই ডিভাইসটি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর নিকট হতে অনুমোদন পায়।
টড ওয়েস্টবি বলেছেন, ‘আমরা মনে করি সাম্প্রতিক সময় চালকবিহীন গাড়ি নিয়ে যেমনটি করা হচ্ছে, ঠিক তেমনি উন্নত উদ্ভাবন আনতে এটিও সঠিক সময়।’
৫০ জন স্বেচ্ছাসেবক কর্মীর হাতে এই চিপ বসানোর আশা করছে মাইক্রো-মার্কেট প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানটি। ওয়েস্টবি বলেন, তার এবং তার পরিবারের সদস্যদের হাতেও এই চিপটি বসানো হবে।
জানা গেছে, এই প্রতিটি চিপ বসাতে খরচ হয় ৩শ’ ডলার। একটি সুই দিয়ে বুড়ো আঙ্গুল ও তর্জনীর মাঝখানে এটি বসানো হবে। এতে ‘একদমই ব্যাথা হয় না’ বলে মন্তব্য করেছেন ওয়েস্টবি।
কোনো কর্মী ব্যাজ বা ক্রেডিট কার্ড আনতে ভুলে গেলে যে ঝামেলায় পড়েন তা অনায়েসে দূর হবে। একবার কোনো কর্মীর হাতে এই চিপ ইনস্টল করানো হলে তিনি তা দিয়ে ব্রেক রুম হতে খাবারও কিনতে পারবেন, দরজা খুলতে পারবেন এবং কম্পিউটারও চালু করতে পারবেন!
ওয়েস্টবি মত দিয়েছেন, এক্ষেত্রে কর্মীদের নজরদারির মধ্যে পড়ার শংকাও থাকবে। ওয়েস্টবি বলেছেন, ‘আপনার সেলফোন আপনি যেখানেই থাকুক না কেনো তা শনাক্ত করা সম্ভব, তবে এই ডিভাইস শুধু আপনি যদি রিডার-এর ৬ ইঞ্চি কাছে আসেন তাহলেই সেটি শনাক্ত করা যাবে!’
এই ডিভাইস হ্যাকড হওয়ার ঝুঁকি ‘শূন্য হতে একদমই নেই’ বলেই মন্তব্য করেন ওয়েস্টবি। তিনি বলেন, ‘এটি খুবই নিরাপদ এবং সুরক্ষিত ডিভাইস।’
ওয়েস্টবি জানিয়েছেন, থ্রি স্কয়ার মার্কেটস-এর অংশীদার প্রতিষ্ঠান সুইডেন-এর বায়োহ্যাক্স ইন্টারন্যাশনাল ইতিমধ্যে প্রায় দেড়শ’ কর্মীর হাতে এই চিপ ব্যবহার শুরু করেছে।