দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এলিয়ন নিয়ে গবেষণার যেনো শেষ নেই। বহু যুগ ধরে ভিনদেশী এই এলিয়েনদের নিয়ে নানা কল্পকাহিনী শোনা যায়। এবার এই এলিয়েনদের তাড়াতে এগিয়ে এলো এক ক্ষুদে শিশু!
ওই ক্ষুদে শিশু দেশকে এলিয়নদের হাত থেকে রক্ষা করতে এগিয়ে এসেছে বলে সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ। একজন ক্ষুদে শিশু হয়েও যে উদ্যোগের কথা বলেছে, তা রীতিমতো আশ্চর্যের বিষয়। বিশ্ব মিডিয়ায় এই ক্ষুদে শিশুর খবর ফলাও করে প্রকাশও করা হয়েছে।
ঘটনাটি দেখে তাই মনে হয়েছে। কারণ বয়স যখন কোনো বাঁধা নয়, তখন অনেক কিছুই সম্ভব হয়ে ওঠে। অন্তত সেই প্রমাণ করেছে আমেরিকার এই খুঁদে শিশু। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’য় ‘প্ল্যানেটরি প্রটেকশন অফিসার’ পদে যোগদানের জন্য আবেদন করেছে এই ৯ বছর বয়সের শিশু জ্যাক ডেভিস।
এই ক্ষুদে শিশুটি আদও আদও অক্ষরে পেনসিলে চিঠি লিখে ওই পদের জন্য আবেদন করেছে। এই শিশুর কীর্তি দেখে নিজেকে ধরে রাখতে পারেননি জ্যাকের বাবার এক বন্ধু। তার লেখা চিঠিটি তিনি আপলোড করে দিয়েছেন সোশ্যাল সাইটে।
উল্লেখ্য, ‘প্ল্যানেটরি প্রটেকশন অফিসার’ পদে নিয়োগের জন্য নাসা গত ১৩ জুলাই একটি বিজ্ঞাপন দিয়েছিল। যে ব্যক্তির মূল দায়িত্বই হবে, এলিয়েনদের আক্রমণের হাত হতে পৃথিবীকে রক্ষা করা। তবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসীরাই আবেদন করার সুযোগ পাবেন এই পদের জন্য।