দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক আজ বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….রাজিউন)।
তিনি আজ হঠাৎ নিজ বাসভবনে বিকাল ৫টার দিকে অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
নায়ক রাজ রাজ্জাক ৬০ ও ৭০ এর দশকে বাংলা চলচ্চিত্রে একচ্ছত্র বিচরণ করেন। তিনি এদেশের লক্ষকোটি দর্শকদের জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হন। তাঁর অভিনয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসকে পাল্টে দিয়েছিল। তাঁর অভিনীনত নিল আকাশের নীচে, ছুটির ঘণ্টাসহ অসখ্য চলচ্চিত্রের কথা এখনও এদেশের মানুষ ভুলতে পারে না।
তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক জানিয়েছেন। দি ঢাকা টাইমস্ পরিবার দেশের কিংবদন্তী নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।