The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

দক্ষিণ আফ্রিকার একটি মোহনীয় স্থান

পাথরের মাটির রাস্তা, সবুজের মাঝে পাহাড়দের এক গভীর মিতালী ঘটেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৮ আগস্ট ২০১৭ খৃস্টাব্দ, ১৩ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ, ৫ জিলহজ্জ ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

দক্ষিণ আফ্রিকার একটি মোহনীয় স্থান 1

যে ছবিটি আপনারা দেখছেন সেটি দক্ষিণ আফ্রিকার একটি মোহনীয় স্থান। এটি একটি সমুদ্র সৈকত। সত্যিই এক নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য।

পাথরের মাটির রাস্তা, সবুজের মাঝে পাহাড়দের এক গভীর মিতালী ঘটেছে। এই গভীরতার প্রমাণ দিতেই তারা একে অপরকে যেনো আলিঙ্গণ করে আছে আপনার অপেক্ষায়। ক্লিফস ও এর মাঝে মাঝে ছোট বড় গর্ত মিলে যে নানন্দিক সৌন্দর্য তৈরি হয়েছে তা এক কথায় বলা যায় অনন্য। উইল্ড কোস্ট বা বন্য উপকূলের ‘কফি বে’ অবস্থিত ইস্ট লন্ডন ও পোর্ট এডওয়ার্ডের ঠিক মাঝামাঝি স্থানে। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন এবং এর সৌন্দর্য উপভোগ করেন।

ছবি ও তথ্য: http://www.natunsomoy.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...