দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীপঙ্কর দীপন পরিচালিত কপ থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ ছবির গান প্রকাশ হয়েছে সম্প্রতি। প্রকাশিত গানটির শিরোনাম ‘টুপটাপ চুপচাপ’। গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের অরিজিৎ সিং।
গানটি প্রকাশের পর ইতিমধ্যেই ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। গানটির প্রতি দর্শকের আগ্রহ দেখে বেশ উচ্ছ্বসিত হয়েছেন ছবির নির্মাতা।
সংবাদ মাধ্যমকে এক প্রতিক্রিয়ায় ছবিটির নির্মাতা বলেছেন, ‘একটি কাজ করার পর তার প্রশংসা পেলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। দর্শকদের সাড়া দেখে মনে হচ্ছে পরিশ্রম বৃথা যায়নি। আমাদের প্রথম গানটি যেভাবে লুফে নিয়েছেন দর্শকরা তাতে আমি অভিভূত।’
‘ঢাকা অ্যাটাক’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। গানটিতে এই দুজনকেই ঠোঁট মেলাতে দেখা যাচ্ছে। সপ্তাহ দুয়েক পূর্বে পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।
‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে আগামী ৬ অক্টোবর। এর দুই সপ্তাহ পর মুক্তি পাবে কানাডা, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কাতারের ২১টি শহরে।
‘ঢাকা অ্যাটাক’র ছবির কাহিনী লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার। যৌথভাবে প্রযোজনা করেছেন স্প্যালাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড এবং থ্রি-হুইলারস লিমিটেড।
‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটিতে মাহি-শুভ ছাড়াও আরও অভিনয় করেছেন হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম সুমন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলমগীর এবং শিপনকে।
দেখুন গানটির ভিডিও