দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলো নতুন ফিচার ‘ওয়াচ’। এই ফিচারটি বর্তমানে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।
‘ওয়াচ’ নামে নতুন একটি ফিচার যোগ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। বর্তমানে এই ফিচারটি কেবলমাত্র যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। সার্চ জায়ান্ট গুগল এর জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে পাল্লা দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, ‘ওয়াচ’ নামে এই ভিডিও ফিচারটি ‘পার্সোনালাইজ’ও করা যাবে। যাতে করে ব্যবহারকারীরা নতুন শো দেখতে পারেন, আবার তাদের বন্ধুরা কী দেখছেন তার ওপর ভিত্তি করে নতুন নতুন শো’ও আবিষ্কার করতে পারবেন।
মূলত ফেসবুকে থাকা বিভিন্ন ভিডিও দেখার জন্য শ্রেণীবিভাগ করে সাজানো হয়েছে নতুন এই ফিচার ‘ওয়াচ’। সবচেয়ে বেশি আলোচিত ভিডিওগুলো দেখার জন্য ‘মোস্ট টকড অ্যাবাউট’ নামে এতে একটি বিভাগ থাকবে। তাছাড়া ব্যবহারকারীর বন্ধুরা কি দেখছেন, তা জানানোর জন্য থাকবে ‘হোয়াট ফ্রেন্ডস ও ওয়াচিং’ বিভাগও।
কোন ভিডিওটি দেখে ফেসবুক ব্যবহারকারীরা সবচেয়ে বেশি হাস্যকর প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটি জানার জন্য ‘হোয়াটস মেকিং পিপল লাফ’ বিভাগ থাকবে। ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ, ট্যাব এবং টিভি অ্যাপ হতে নতুন ওয়াচের ভিডিওগুলো সুন্দরভাবে দেখা যাবে।
ফেসবুক ব্যবহারকারীদের জন্য ভুয়া খবর ছড়ানোর ফিচার, হয়রানি বন্ধের ফিচার ও এক প্ল্যাটফর্মে ব্যবহারকারীকে একাধিক সামাজিক মাধ্যমের সুবিধা দিতে নতুন ফিচারসহ বিভিন্ন ধরনের ফিচার যুক্ত করে চলেছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।