The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এবার ব্রিটেনের আকাশে দেখা গেছে ভিনগ্রহীদের! [ভিডিও]

দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের এক শহর সমারসেটে দেখা গেছে রহস্যজনক UFO

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিনগ্রহীদের নিয়ে পৃথিবীতে বিভিন্ন সময় আলোচনার ঝড় ওঠে। এবার এমনই একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ব্রিটেনে। সেখানকার আকাশে নাকি দেখা গেছে ভিনগ্রহীদের! একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। দেখুন ভিডিওটি।

এবার ব্রিটেনের আকাশে দেখা গেছে ভিনগ্রহীদের! [ভিডিও] 1

সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের প্রত্যন্ত এক শহর হলো সমারসেট। সেখানেই দেখা গেছে রহস্যজনক UFO-কে। ভিডিওটিতে সে ছবি দেখাও গেছে স্পষ্টভাবে। ওই শহরটিতে বেশ কয়েক মিনিট ধরে চক্কর দিয়েছে উড়ন্ত সেই চাকতির মতো UFO।

গত শনিবার সন্ধ্যায় ঘটেছে এই ঘটনাটি। সমারসেটের আকাশে তোলা সেই ভিডিওতে দেখা গেছে যে, ৩টি কমলা-রঙের গোলক আকাশে ছুটছে। ব্রাউনিয় গতির মতো এলোমেলো মনে হলেও, সেটি ছুটেছে নির্দিষ্ট দিকে। তবে বারবার গতিপথ পরিবর্তন হয়েছে । সেই কমলা গোলক হতে বিচ্ছুরণ হয়েছে উজ্জ্বল সাদা আলোকচ্ছটা। আবার কখনও সবুজ আলো। মনে হয়েছিল দেওয়ালির একখণ্ড আকাশপট এটি।

আকাশে এমন রহস্যজনক আলোকবিচ্ছুরণ দেখে, সমারসেটের বাসিন্দা জনৈক জেরেমি লি ফেভ নিতান্তই কৌতূহলবশত তাক করেছিলেন ক্যামেরা। ভিডিওটি তাঁরই করা।

দেখুন ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...