The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শুটিং শুরু জায়েদ খানের ‘বাহাদুরী’ চলচ্চিত্রের

এই ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এফডিসিতে শুটিং শুরু হয়েছে জায়েদ খানের ‘বাহাদুরী’ চলচ্চিত্রের । এই ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান।

শুটিং শুরু জায়েদ খানের ‘বাহাদুরী’ চলচ্চিত্রের 1

চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে ‘বাহাদুরী’ সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত। নির্মাতা শফিক হাসান জানিয়েছেন সিনেমাটির শুটিং বিএফডিসিতে শুরু হয়েছে।

‘বাহাদুরী’ চলচ্চিত্র প্রসঙ্গে জায়েদ খান বলেছেন, ‘বাহাদুরী সিনেমার শুটিং করেছি। অ্যাকশন ঘরানার এই সিনেমাটির মারামারির দৃশ্যের কিছু শুটিং হচ্ছে। আশা করছি, দর্শকদের সিনেমাটি খুব ভালো লাগবে।’

‘বাহাদুরী’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে এস এস মাল্টিমিডিয়া। এই চলচ্চিত্রটিতে ৫টি গান থাকছে। ইতিমধ্যেই গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে।

এই সিনেমাটিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন নবাগতা মৌ খান। আবার সাইমন-পরীমনি জুটিকেও এই সিনেমায় দেখা যাবে বলে জানা গেছে।

শুটিং শুরু জায়েদ খানের ‘বাহাদুরী’ চলচ্চিত্রের 2

উল্লেখ্য, ২৫ এপ্রিল বিএফডিসিতে ‘বাহাদুরী’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...