দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাপ দেখলে শিশু কেনো বড় মানুষরাও ভড়কে যান। কিন্তু এবার দেখা গেলো বিশাল এক পাইথন যাকে বলা হয় অজগর সাপ তার পিঠে চড়ে বসেছে ৩ বছর বয়সী এক শিশু! ভিডিওটি দেখলে আপনিও বিস্মিত হবেন।
রীতিমতো পাইথন সাপের উপর সওয়ার হয়ে বন্যার পানিতে ঘুরে বেড়াচ্ছে ৩ বছর বয়সী এক শিশু! সম্প্রতি ইন্টারনেটে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। বিশ-ফুট দৈর্ঘ্যের ওই পাইথন সাপটি উত্তর ভিয়েতনামের থান হো প্রদেশের একটি পরিবারের পোষা। সাপের উপর সওয়ার শিশুটিও যেনো তার উত্তেজনা লুকোতে পারছেনা।
প্রথমে এই ছবিটি ভাইরাল হয়ে যাওয়ার পর অনেকেই এটিকে ফটোশপের মাধ্যমে কারসাজি বলে মন্তব্য করেন। তারপরই শিশু ট্রুওংয়ের বাবা-মা একটি ভিডিও ছাড়েন যা দেখে বিষয়টি যে আসলেও সত্য তা নিয়ে আর সন্দেহের কোনো অবকাশ রইলো না।
জানা গেছে, বন্যার পানিতে হা লং অঞ্চলে ট্রুওংদের বাড়ির উঠোন পায়ের গোড়ালি পর্যন্ত ডুবে যায়। তখন সাপটিকে নিয়ে ট্রুওংকে পানিতে খেলতে দেন তারই বাবা-মা।
শিশু ট্রুওংয় পাইথনের পিঠে চড়েই খলখল করে হাসতে থাকে। সে ‘হাট-হাট’ করে ঘোড়া চালানোর ভঙ্গিতে। তখন মনে হয় ৮০ কেজি ওজনের সাপটিকে চালিয়ে নিতে যাচ্ছে সে!
স্থানীয় সংবাদ মাধ্যমকে শিশুটির খালা আন নগুয়েন বলেছেন, সাপটি ওই পরিবারে ৪ বছর ধরে পোষা হয়ে রয়েছে। সাপটি খুবই শান্ত স্বভাবের।
উল্লেখ্য, এই সপ্তাহে প্রবল বৃষ্টির কারণে ভিয়েতনামের মধ্য এবং উত্তর প্রদেশে ইতিমধ্যেই ৫৪ জনের প্রাণহানি ঘটেছে। ডুবে গেছে হাজার হাজার ঘরবাড়ি।
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?v=g9cxIa3iwIA