দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার শক্তিশালী ব্যাটারি নিয়ে উন্মুক্ত হলো নোকিয়া ২। আনুষ্ঠানিকভাবে নোকিয়া ২ স্মার্টফোনের ঘোষণা দিয়েছে এইচএমডি গ্লোবাল।
এইচএমডি গ্লোবালের দাবি করেছে যে, এই মোবাইল ফোনের ৪ হাজার ১০০ এমএএইচ ব্যাটারি টানা ২ দিন ব্যাকআপ দিতে পারবে।
প্রতিষ্ঠানটি বলেছে, মোবাইল ফোনটি যদি গ্রাহক দিনে ৫ ঘন্টা করে ব্যবহার করে তাহলে টানা ২ দিন এতে চার্জ থাকবে।
৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই মোবাইল ফোনে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ২১২ এসওসি। মোবাইল ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল মূল ক্যামেরার সঙ্গে থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ১ জিবি র্যামসহ মোবাইলটিতে আরও রয়েছে ৮ জিবি মেমোরি। তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে তা আরও বাড়ানো যাবে।
অ্যান্ড্রয়েড ন্যুগাট অপারেটিং সিস্টেমে চালিত এই স্মার্টফোনে সর্বশেষ ওরিও হালনাগাদ পাওয়া যাবে। নভেম্বরের মাঝামাঝি সময় কপার, ব্ল্যাক ও হোয়াইট রঙের সংস্করণে নোকিয়া ২ মোবাইল ফোনটি বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে।
মোবাইল ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ ইউরো যা বাংলাদেশী টাকায় প্রায় ৯,৬০০ টাকার মতো দাঁড়াবে।