The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

৮৫ ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠাতে চায় সুচেতা

ভারতীয় বংশোদ্ভূত ১২ বছর বয়সী সুচেতা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট্ট মেয়ে সুচেতা। মাত্র ১২ বছর বয়স তার। ইতিমধ্যেই বিভিন্ন ভাষায় গান রপ্ত করে ফেলেছে সে। এখন সে ৮৫ ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠাতে চায়!

৮৫ ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠাতে চায় সুচেতা 1

৮৫টি ভাষায় গান গেয়ে বিশ্ব রেকর্ড গড়তে চাইছে ভারতীয় বংশোদ্ভূত দুবাইপ্রবাসী ১২ বছর বয়সী এক ছাত্রী। সুচেতা সতীশ নামে ওই ছাত্রীটি নাম তুলতে চাইছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

এই ক্ষুদে গাইয়ে সুচেতাদের বাড়ি ভারতের কেরালায়। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করে। ১২ বছর বয়সী সুচেতা আরব আমিরাতের দুবাইয়ের ভারতীয় স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ালেখা করে।

সুচেতা বর্তমানে ৮০টি ভাষায় গান গাইতে পারে। তার ইচ্ছে রয়েছে ৮৫টি ভাষায় গান গাওয়ার পর বিশ্ব রেকর্ড করার। লক্ষ্য পূরণে আগামী ২৯ ডিসেম্বর দুবাইয়ের একটি বিশেষ কনসার্টে গান গাইবে সুচেতা ৮৫টি ভাষায়।

সুচেতা বলেছে যে, প্রথমে সে জাপানি ভাষায় গান শেখে। বাবার বন্ধুর নিকট হতে গানটি শেখে সে। এরপর একের পর এক বিদেশি ভাষার গান শিখতে থাকে সুচেতা। তার কাছে ফরাসি, জার্মান এবং হাঙ্গেরিয়ান গান কঠিন বলে মনে হয়েছে।

৮৫ ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠাতে চায় সুচেতা 2

৭৬টি ভাষায় গান গাওয়ার ইতিপূর্বের বিশ্ব রেকর্ড রয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের কেশিরাজু শ্রী নিবাসের। শ্রী নিবাস অন্ধ্র প্রদেশের গান্ধী হিলসে ২০০৮ সালে ৭৬টি ভাষায় গান গেয়ে নাম লেখান গিনেস বুকে। সেই রেকর্ডই এবার ভাঙতে চলেছেন এই ক্ষুদে গাইয়ে সুচেতা।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...