The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বাজারে আসছে মটোরোলার নতুন ট্যাবলেট

৬ বছর পর নতুন মটো ট্যাব নিয়ে বাজারে ফিরছে মটোরোলা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ প্রায় ৬ বছর পর আবার বাজারে আসছে মটোরোলার নতুন ট্যাবলেট। বর্তমানে এই ট্যাবলেটটি যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে। তবে অন্যান্য দেশে কবে থেকে পাওয়া যাবে সেটি এখনও জানানো হয়নি।

বাজারে আসছে মটোরোলার নতুন ট্যাবলেট 1

জানা গেছে, লেনোভো কর্তৃক অধিগ্রহণের পর পুনরায় বাজারে প্রবেশ করতে সম্ভাব্য সকল পথ বেছে নিচ্ছে বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। সর্বশেষ ২০১১ সালে প্রতিষ্ঠানটি মটো জুম ট্যাবলেট বাজারে এনেছিল। এবার ৬ বছর পর নতুন মটো ট্যাব নিয়ে বাজারে ফিরছে এই প্রতিষ্ঠানটি।

জানা গেছে, নতুন এই মটো ট্যাবে রয়েছে:

১০.১ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে সাথে আইপিএস প্যানেল।
ডিভাইসটিতে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। অবশ্য স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
অ্যান্ড্রয়েড ন্যুগাট অপারেটিং সিস্টেম চালিত।
এই ট্যাবে ব্যাকআপের জন্য রয়েছে ৭ হাজার এমএএইচ ব্যাটারি।

যুক্তরাষ্ট্রের বাজারে উন্মুক্ত করা এই মটো ট্যাবের দাম রাখা হয়েছে ২৯৯ মার্কিন ডলার।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...