দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই যাকে বলা যায় আজব ঘটনা। চলন্ত ট্রেনের নিচে পড়েও সৌভাগ্যক্রমে বেঁচে গেলেন এক ব্যক্তি! এমন একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের দেওরিয়ার বনকাটা রেলওয়ে স্টেশনে।
তিনি রেল লাইনে থাকা অবস্থায় ট্রেন চলা শুরু করলে সকলেই হাইহুতাশ করতে থাকেন। বলতে থাকেন, এভাবেই বোধহয় একটি জীবন চলে গেলো। কিন্তু ট্রেনটি চলে যাওয়ার পর সকলের যেনো চক্ষু চড়কগাছ! তিনি এখনও বেঁচে আছেন! তাও অক্ষত! এমন একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের দেওরিয়ার বনকাটা রেলওয়ে স্টেশনে।
ট্রেনের নিচে পড়ে যাওয়ার পর তার মাথার ওপর দিয়ে সেই ট্রেন চলে গেলেও সৌভাগ্যবসত বেঁচে গেছেন জনৈক ব্যক্তি। এমন ঘটনার পর তার শরীরে কোনো রকম আঘাতও পাননি।
এনডিটিভির এক খবরে জানা যায়, অজ্ঞাত ওই ব্যক্তি স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি ট্রেনে উঠতে গিয়েছিলেন। তবে তিনি ওভারব্রিজ ব্যবহার না করে এক নম্বর প্ল্যাটফর্মে অবস্থানকারী মালবাহী ট্রেনের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করেন।
ট্রেনটি যে যাওয়ার জন্য সবুজ সংকেত পেয়েছিল ওই ব্যক্তি তা মোটেও খেয়াল করেননি। ট্রেনের নিচে যাওয়ার পরপরই তিনি বুঝতে পারলেন ট্রেনটি চলতে শুরু করেছে।
তবে পরিস্থিতি বুঝতে পেরে তিনি চলন্ত ট্রেনের নিচেই উপুর হয়ে শুয়ে পড়েন। ট্রেনটি তার ওপর দিয়ে চলে যাওয়ার পর তিনি সবাইকে চমকে দিয়ে উঠে দাঁড়ান। পরে দেখা গেলো তার কোনো রকম চোটও লাগেনি। ওই সময় প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই মোবাইল ফোনে এই দৃশ্যটি ধারণও করেন।