দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন ঘটনার কথা আপনি হয়তো আগে কখনও দেখেননি। এবার ঠিক তাই ঘটেছে। এক মোটর সাইকেলে একসঙ্গে ৫৮ জন উঠে ১২শ’ মিটার সফর করে বিশ্ব রেকর্ড গড়েছেন!
এমন একটি বিশ্ব রেকর্ড গড়ার খবর বিশ্ববাসীকে বিস্মিত করেছে। এক মোটরসাইকেলে ৫৮ জন চড়ে এই বিশ্ব রেকর্ড গড়া হয়েছে। ইন্ডিয়ান আর্মি সার্ভিস কোরের টর্নেডো টিম-এর ৫৮ জন সদস্য একটি ৫০০ সিসি রয়্যাল এনফিল্ড ক্লাসিক বুলেট মোটর সাইকেলে একসঙ্গে চেপে ১২০০ মিটার সফর করে এই বিশ্ব রেকর্ড গড়েছে।
এই রেকর্ড গড়ার মাধ্যমে ২০১০ সালের রেকর্ড ভেঙে দিয়েছে তারা। ২০১০ সালে এক মোটরসাইকেলে ৫৬ জন চড়ে রেকর্ড গড়েছিল।
সম্প্রতি মেজর বানি শর্মার নেতৃত্বে এই সফর শুরু হয়। এ সময় মোটরসাইকেল চালকের আসনে ছিলেন সুবেদার রামপাল যাদব। টর্নেডো টিম-এর ১৯টি বিশ্ব রেকর্ড ও রাষ্ট্রীয় রেকর্ড এর পূর্ব হতেই রয়েছে।
জানা গেছে, এই টিমটিতে মোট ৩৯ সদস্য রয়েছে। ২ কমিশনড অফিসার, ২ জেসিও ও ৩৫ অন্য সদস্য রয়েছে এই টিমে। এই টিম এখন পর্যন্ত মোট ১ হাজারটি শো করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে জানা যায়।