দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি দেশের বাজারে অপো এবার আনলো ৬ জিবি র্যামের স্মার্টফোন এফ৫। ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি রম সমৃদ্ধ অপোর এই নতুন এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে উন্নতমানের প্রসেসর।
সম্প্রতি বাংলাদেশের বাজারে এফ৫ স্মার্টফোনের ৬ জিবি র্যাম সমৃদ্ধ নতুন ভার্সন নিয়ে এসেছে অপো। ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি রম সমৃদ্ধ অপোর এই নতুন স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে উন্নতমানের প্রসেসর। এই মোবাইল ফোনটির অসাধারণ আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বিউটি টেকনোলজি সেলফিকে আরও সুন্দর করে তুলবে বলে মনে করা হচ্ছে।
অপো এফ৫ ৬জিবি’তে রয়েছে:
৬.০ ইঞ্চি ফুল এইচডি ও ফুল-স্ক্রিণ
১৮.৯ আসপেক্ট রেশিও ডিসপ্লে
২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
এটি ব্যবহারকারীকে ফোনের ডিসপ্লে সাইজ বাড়ানো ছাড়াই বেশকিছু ভিজুয়্যাল সুবিধা উপভোগ করার সুবিধাও দেবে।
বিশ্ব বাজারে সেলফি ফোন হিসেবে পরিচিত অপো এফ৫ ৬জিবির ব্ল্যাক এডিশন পাওয়া যাবে ৩২,৯৯০ টাকায়। এই স্মার্টফোনটির প্রি-অর্ডার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ২ ডিসেম্বর হতে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।