দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন ডিএসএলআর ক্যামেরা আনলো ক্যানন। এটি ইওএস সিরিজের ক্যামেরা। নতুন এই ক্যামেরাটির মডেল হলো ইওএস এম১০০।
সাশ্রয়ী দামে নতুন একটি ডিএসএলআর ক্যামেরা আনলো বিশ্বখ্যাত ক্যামেরা কোম্পানী ক্যানন। ইওএস সিরিজের এই ক্যামেরাটির মডেল ইওএস এম১০০। এই ক্যামেরাটি ২৪.২ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাটিতে টিলট-শিফট লেন্স ব্যবহার করা হয়েছে। এর লেন্স পরিবর্তনের সুযোগও রয়েছে।
ক্যাননের নতুন ক্যামেরাটিতে রয়েছে ২৪.২ মেগাপিক্সেলের এপিএস-সি সিমস সেন্সর। এইতেক্যামেরায় ডিজিক ৭ ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। নতুন এই ক্যামেরাটিতে কন্টিনিউটিং শুটিং স্পিড ফিচার ব্যবহার করা হয়েছে। যে কারণে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৬.১ ফেম ধারণ করতে সক্ষম।
এই ক্যামেরার সার্ভো অটোফোকাসে প্রতি সেকেন্ডে ৪.০ ফ্রেম ধারণ করা যাবে। নতুন এই ক্যামেরাটির আইএসও রেঞ্জ ২৫৬০০। এই ক্যামেরাটিতে ৬টি অ্যাসিসট্যান্ট সেটিংস রয়েছে। এই ক্যামেরায় রয়েছে ৩ ইঞ্চির টাচ প্যানেলে এলসিডি। যেটি ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলেও ঘোরানো যাবে।