The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বিজয় দিবসে টাঙ্গাইল মাতাবেন জেমস

বর্তমান প্রজন্মের কাছে জেমস মানেই একটা বাড়তি উন্মাদনা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহান বিজয় দিবসে টাঙ্গাইল মাতাবেন জেমস। ১৪ হতে ১৬ ডিসেম্বর টাঙ্গাইলের কালিহাতী স্কুল মাঠে শুরু হচ্ছে এই মুক্তিযোদ্ধা মেলা। সেখানে বইবে সুরের হাওয়া।

বিজয় দিবসে টাঙ্গাইল মাতাবেন জেমস 1

বর্তমান প্রজন্মের কাছে জেমস মানেই একটা বাড়তি উন্মাদনা। সম্প্রতি সুরের এই জাদুকর অস্ট্রেলিয়ায় একাধিক কনসার্ট করে দেশে ফিরেছেন। প্রতিবছরই বিজয় দিবসে কনসার্টে হাজির হন জেমস। এ বছর কনসার্টে টাঙ্গাইলের মানুষদের সুরের হাওয়ায় ভাসাবেন জেমস। সেইসঙ্গে থাকছে তার ব্যান্ড দল ‘নগর বাউল’।

জানা গেছে, হর্নেটের আয়োজনে ১৪ হতে ১৬ ডিসেম্বর টাঙ্গাইলের কালিহাতী স্কুল মাঠে শুরু হচ্ছে এই মুক্তিযোদ্ধা মেলা। এই আয়োজনের প্রধান চমকই হলো জেমস। মেলার শেষদিনে ১৬ ডিসেম্বর জনপ্রিয় কিছু গান গেয়ে শোনাবেন তিনি।

মহান বিজয় দিবসের এই উৎসবের মূলমন্ত্র হলো, ‘চেতনায় মুক্তি উল্লাসে বিজয়’। এতে জেমসের সঙ্গে চমক হিসেবে আরও থাকছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর, সালমা এবং রিংকু। জানা গেছে, সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...