দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অপু বিশ্বাসকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছে শাকিব খান। হায়দ্রাবাদ থেকে শাকিব খান সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন স্ত্রী অপুকে ডিভোর্সের খবরটি।
শাকিব জানিয়েছেন, ৩০ নভেম্বর হায়দ্রাবাদ যাওয়ার পূর্বে ডিভোর্স পেপারে স্বাক্ষর করেছি।’ জানা গেছে, এই ডিভোর্সের আইনজীবী সুপ্রিম কোর্টের শেখ সিরাজুল ইসলাম সিরাজ।
উল্লেখ্য, শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের ৮ বছরের মাথায় তাদের কোল জুড়ে আসে এক ফুটফুটে পুত্রসন্তান। তার নাম আব্রাহাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কোলকাতার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে জয়ের জন্ম হয়েছিল।
শাকিব খান বর্তমানে ‘নোলক’ ছবির শুটিং এর কাজে হায়দ্রাবাদে রয়েছেন। এর বেশি তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে সর্বশেষ সংবাদে জানা গেছে, অপুর বাসা থেকে চিঠিটি গ্রহণ করা হয়নি, ফেরত দেওয়া হয়েছে।