দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবছরের মতো এবারও ভালোবাসা দিবসের জুটি হবেন তাহসান-তিশা। প্রতিবছর টিভি চ্যানেল আরটিভি এই জুটিকে নিয়ে নাটক করে।
গত কয়েক বছর ধরেই এই জুটিকে নিয়ে আয়োজন করা হয়ে থাকে বিশেষ দিনের এই বিশেষ নাটকের। প্রতিবছরের মতো আবারও শুরু হতে চলেছে ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখ নিয়ে আরটিভির ক্যাম্পেইন ‘ফাল্গুনে ভালোবাসা, বৈশাখে প্রেম’। এবারও দর্শকের পাঠানো গল্প হতে ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখে দুটি একক নাটক প্রচারিত হবে।
আরটিভির এই আয়োজনে গল্পের চিত্রনাট্য এবং পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা সাগর জাহান। নাটকে ভালোবাসার জুটি হয়ে মূল চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এবং অভিনেতা তাহসান ও তার বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
ওই ক্যাম্পেইনের নিয়ম হলো, সর্বোচ্চ ৭০০ শব্দের মধ্যে লিখতে বলা হয় ভালোবাসার সেরা গল্প। আর পাঠাতে বলা হয়েছিল ২০ ডিসেম্বর ২০১৭-এর মধ্যে। আয়োজকদের পক্ষ হতে জানানো হয়, ভালো গল্পের চিত্রনাট্য সংকট চলার কারণে মূলত সুপ্ত প্রতিভাবানদের খুঁজে বের করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।