দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী বছরই সিঙ্গাপুরে টানেল হতে বিদ্যুৎ সরবরাহ করবে বলে জানা গেছে। সিঙ্গাপুরে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে ৩টি আন্ডারগ্রাউন্ড ক্যাবল টানেল তৈরি করছে দেশটির সরকার।
৪০ কিলোমিটার এলাকাজুড়ে ৩টি আন্ডারগ্রাউন্ড ক্যাবল টানেল তৈরি করছে সিঙ্গাপুর সরকার। তারা বলছে, আগামী বছরের শেষদিক হতে ওই টানেল হতে বিদ্যুৎ সরবরাহ সম্ভবপর হবে। দেশটির সিঙ্গাপুর পাওয়ার (এসপি) গ্রুপ এই ঘোষণা দিয়েছে।
জানা গেছে, টানেলের বেশিরভাগই মাটি হতে ৬০ মিটার নিচে, যা প্রায় ২০তলা ভবনের সমান। তবে সবচেয়ে গভীর পয়েন্টটি হবে ৮০ মিটার। যা দেশটিতে এই যাবতকালের সবচেয়ে গভীরতম বলে জানা গেছে। ওই টানেলে এক হাজার ২শ’ কিলোমিটার লম্বা হাই-ভোল্টেজ বিদ্যুৎ ক্যাবল থাকবে। যেটি সিঙ্গাপুর হতে কুয়ালালামপুরের দূরত্বের ৩ গুণ।
উত্তর-দক্ষিণ টানেল, পূর্ব-পশ্চিম টানেল এবং জুরঙ দ্বীপ-পায়নিয়র টানেল এই বছরের শুরুতে শেষ হয়েছে। তবে ক্যাবল বসানো শেষ হবে ২০২২ সালে। এই ক্যাবলগুলো আগের পুরনো ৮টি সার্কিটের পরিবর্তে বসানো হবে।
উত্তর-দক্ষিণ টানেলটি গাম্বাস হতে মে রোড পর্যন্ত বিস্তৃত। পূর্ব-পশ্চিম টানেলটি পায়া লেবার হতে আয়ার রাজাহ পর্যন্ত বিস্তৃত। জুরুঙ দ্বীপ হতে উৎপাদিত বিদ্যুৎ ৫ কিলোমিটার ব্যাপী জুরুঙ-আইল্যান্ড পায়নিয়র টানেল হতে সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।