দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বাইকের প্রচলন একটু যেনো বেশিই দেখা যাচ্ছে। মানুষের মধ্যে বাইক কেনার প্রবণতাও যেনো বাড়ছে। সে কারণে নতুন নতুন ভার্সন সংযোজন করছে বাইক কোম্পানিগুলো।ইয়ামাহা ওয়াইজেডএফ-আর১৫ এর নতুন ভার্সন বাজারে আসছে।
ইয়ামাহার স্পোর্টস ঘরানার বাইক ওয়াইজেডএফ-আর১৫ এর নতুন ভার্সন থ্রি বাজারে আসছে। নতুন এই ভার্সনে থাকছে বেশ কিছু পরিবর্তনও। তবে বাইকটি আরও আকর্ষণীয় হবে।
জানা গেছে, আর১৫ এর ভার্সন থ্রিতে থাকছে টুইন হেডল্যাম্প। নতুন এই ভার্সনটির আসনেও পরিবর্তন আসছে। এতে স্লিট সিট ব্যবহার করা হবে। এছাড়াও বাইকটির ফুয়েল ট্যাংকেও থাকবে অভিনবত্ব।
নতুন আর১৫ এতে থাকছে এলসিডি ডিজিটাল ডিসপ্লে সম্বলিত স্পিডোমিটার। আরও থাকছে গিয়ার পজিশন এবং ইন্ডিকেটর। এছাড়াও স্পিডোমিটারে স্পিড রেকর্ডার ও শিফট লাইট প্রদর্শিত হবে নতুন এই ভার্সনে।
আর১৫ এর ভার্সন টুর মতোই ভার্সন থ্রিতে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন থাকছে। নতুন এই বাইকটিতে ১৫৫ সিসির ইঞ্জিন সংযোজন করা হবে। এতে আরও থাকছে সিক্স স্পিড গিয়ার বক্স।
ইয়ামাহার নতুন এই ভার্সনের ইঞ্জিন হবে ২ হর্স পাওয়ার বেশি ক্ষমতার। বাইকটি এ বছরের শুরুতেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে।