দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জেএসসি-জেডিসিতে এবার পাসের হার অনেক কমে গেছে। এবার জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৩.৬৫%। ফলাফল জানতে হলে পড়ুন।
অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় এবার পাসের হার অনেক কমেছে। এবার পাস করেছে ৮৩ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন ।
হিসেব অনুযায়ী এবার এই পরীক্ষায় পাসের হারে বড় ধরনের পতন হয়েছে। আবার সেইসঙ্গে কমেছে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ (শনিবার) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এবারের ফলাফল তুলে দেন।
৮ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে এবার গড় পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ। অপরদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ।
গত বছর জেএসসি-জেডিসিতে সম্মিলিতভাবে পাসের হার ছিলো ৯৩ দশমিক ০৩ শতাংশ। এর মধ্যে জেএসসিতে ৯২ দশমিক ৮৯ শতাংশ ও জেডিসিতে ৯৪ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
জেএসসি-জেডিসিতে এবার মোট ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে । তারমধ্যে জেএসসিতে ১ লাখ ৮৪ হাজার ৩৯৭ জন ও জেডিসিতে ৭ হাজার ২৩১ জন পূর্ণ জিপিএ পেয়েছে।
অথচ গত বছর জেএসসি-জেডিসি মিলিয়ে ২ লাখ ৪৭ হাজার ৫৫৮ জন পূর্ণ জিপিএ পেয়েছিল।
অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষায় এবার অংশ নিয়েছিলো ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী। বেশিরভাগ পরীক্ষার প্রশ্নই এবার পরীক্ষার আগে ফেইসবুকে পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে।
ফলাফল জানবেন যেভাবে
যে কোনো মোবাইল হতে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে এসএমএস করলে ফিরতি এসএমএসে জেএসসি/জেডিসির ফল জানিয়ে দেওয়া হবে।
শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হতেও জেএসসি-জেডিসির ফল জানা যাবে।
সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ই-মেইলেও জেএসসি-জেডিসির ফলাফলের সফটকপি পাঠাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে, প্রয়োজনে তাদের কাছ থেকেও ফলাফলের কপি সংগ্রহ করা যাবে।
প্রাথমিকে পাস ৯৫.১৮% , ইবতেদায়ীতে ৯২.৯৪ % : ফলাফল জানবেন যেভাবে