The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

‘আয়নাবাজি’ সিনেমার অভিনেত্রী নাবিলা বিয়ে করছেন

বহুল আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নাবিলা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বহুল আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নাবিলা বিয়ে করছেন। কবে কখন বিয়ে করছেন সে বিষয়ে বলেছেন সংবাদ মাধ্যমকে।

‘আয়নাবাজি’ সিনেমার অভিনেত্রী নাবিলা বিয়ে করছেন 1

সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, বহুল আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বিয়ে করছেন।

কবে বিয়ে করছেন? পাত্রইবা কে? এমন প্রশ্নে ‘আয়নাবাজি’ সিনেমার আলোচিত অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগামী এপ্রিল মাসে তিনি বিয়ে করবেন। পাত্র একজন ব্যাংকার।

এ বিষয়ে নাবিলা বলেছেন, ‘আমরা যখন জেদ্দায় থাকতাম, পরিবার নিয়ে ওরা সেখানে থাকতো। আমরা একই স্কুলে পড়তাম। তখন হতে তার প্রতি ভালো লাগা কাজ করেছে। ওই আমার জীবনের প্রথম প্রেম। ১৮ বছর আগে যাকে ভালো লেগেছিল, কখনও কল্পনা করিনি, এতোদিন পর তাকেই বিয়ে করবো। আমার পরিবার থেকেই আলোচনা চূড়ান্ত হয়েছে। বর্তমানে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।’

দাদার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় হলেও নাবিলার বেড়ে ওঠা সৌদি আরবে। জন্মও সেখানেই। বাবার চাকরি সূত্রে তার কৈশোরের আনন্দময় দিনগুলো কেটেছে সৌদি আরবের জেদ্দা শহরে। নাবিলার হবু বর জোবাইদুল হকের কৈশোরের সময়ও কেটেছে জেদ্দায়। দেশে ফিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। নেত্রকোনার ছেলে জোবাইদুল হক পরিবার নিয়ে রাজধানীর উত্তরায় বসবাস করেন।

‘আয়নাবাজি’ সিনেমার অভিনেত্রী নাবিলা বিয়ে করছেন 2

অপরদিকে এসএসসি পাসের পর ২০০০ সালে জেদ্দা হতে স্থায়ীভাবে ঢাকায় চলে আসেন নাবিলা। ভর্তি হন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। ঢাকায় আসার পর বন্ধুদের উৎসাহে একসময় উপস্থাপনা করার প্রতি আগ্রহ তৈরি হয় তার। বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু করেন নাবিলা। তারপর শুধুই এগিয়ে যাওয়া।

উপস্থাপনায় ব্যাপক পরিচিতি পেলেও নাবিলাকে আলোচনায় এনে দেয় ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘আয়নাবাজি’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয়ের পর। দেশে-বিদেশে ব্যাপক আলোচিত চলচ্চিত্র হলো এই ‘আয়নাবাজি’ সিনেমা।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...