দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ২ ফেব্রুয়ারি চিত্রনায়ক আরেফিন শুভর জন্মদিনে দর্শকদের জন্য শুভর উপহার চলচ্চিত্র ‘ভালো থেকো’। এই দিন মুক্তি পাচ্ছে এই চলচ্চিত্রটি।
চিত্রনায়ক আরেফিন শুভ’র জন্মদিন আগামী ২ ফেব্রুয়ারি। তার এই জন্মদিনে শুভ তার ভক্তদের দিচ্ছেন এক বড় উপর। এদিন মুক্তি পাবে শুভ অভিনিত নতুন চলচ্চিত্র ‘ভালো থেকো’।
২০১৬ সালের ২০ সেপ্টেম্বর জমকালো মহরতের মধ্যদিয়ে ‘ভালো থেকো’ সিনেমাটির শুটিং শুরু হয়। ঠিকঠাক মতো শুটিং শেষ হলেও মুক্তির মিছিলে বেশ কয়েকবার আটকে গিয়েছিল এই চলচ্চিত্রটি।
সেন্সর বোর্ড হতে ছাড়পত্র পাওয়ার পর নিশ্চিত করা হয় চলতি বছরেই ভালোবাসা দিবসকে সামনে রেখে আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হবে। নতুন করে সেই তারিখ পরিবর্তন করা হয়। মুক্তি এগিয়ে এসেছে আরও এক সপ্তাহ। অর্থাৎ আগামী ২ ফেব্রুয়ারি সিনেমার নায়ক আরেফিন শুভ’র জন্মদিনেই মুক্তি পেতে চলেছে ‘ভালো থেকো’।
জানা গেছে, প্রেম ও মানবতার কথা নিয়ে নির্মিত মৌলিক গল্পের এই সিনেমাতে জয় এবং নীলার চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ এবং নায়িকা তানহা তাসনিয়া। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তানহা-শুভ। তাদের দুজনের একজনকে দেখা যাবে আর্কিটেক্টরূপে এবং আরেকজনকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী হিসেবে।
দি অভি কথাচিত্র পরিবেশিত ‘ভালো থেকো’ চলচ্চিত্রে শুভ-তানহা ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ, তানিন সুবহা ও আসিফ ইমরোজ প্রমুখ।