দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী মিথিলা এবার কোলকাতার চলচ্চিত্রে অভিনয় করছেন। ‘মুখোমুখি’ নামে এই স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রটি নির্মাণ করছেন পার্থ সেন।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা প্রথমবারের মতো কাজ করলেন কোলকাতার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। ‘মুখোমুখি’ নামে এই স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রটি নির্মাণ করছেন পার্থ সেন। এই চলচ্চিত্রে মিথিলার সঙ্গে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী।
কোলকাতার চলচ্চিত্র প্রসঙ্গে মিথিলা বলেন, এই চলচ্চিত্রে দেখা যাবে, আমি ঢাকার একজন চলচ্চিত্র নির্মাতা। শুটিং করতে কোলকাতায় গিয়ে রাস্তা হারিয়ে ফেলি। তখন একজন ফটোগ্রাফারের সঙ্গে পরিচয় হয় আমার। সেই আমাকে সহযোগিতা করে। একসময় আমাদের বন্ধুত্বও হয়। তবে নানা কারণে আমাদের মধ্যে যোগাযোগ থেমে যায়। আমি তখন ঢাকায় ফিরে আসি। অনেক দিন পর আবার আমাদের দেখা হয়ে যায়। এরমধ্যে অনেক মজার মজার ঘটনা রয়েছে। এভাবেই এগিয়ে যায় ‘মুখোমুখি’ ছবির গল্প।
সম্প্রতি ‘মুখোমুখি’ চলচ্চিত্রের শুটিংও শেষ হয়েছে। ছবির শুটিং হয়েছে কোলকাতার নিউমার্কেট, সাউদার্ন অ্যাভিনিউ, গলফ গার্ডেনসহ বিভিন্ন স্থানে। এখন শুধু মুক্তির অপেক্ষা।