ঈশ্বরদী থেকে ডা: আনোয়ারুল ইসলাম ॥ স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়া গাড়ি চালানোর কারণে কিছুক্ষণ আগে ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঘটেছে।
স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়া গাড়ি চালানোর কারণে কিছুক্ষণ আগে (সকাল সাড়ে ৭টায়) ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঘটেছে। দ্রুতগামী একটি ট্রাক সাইকেল আরোহী মো: হেলাল (২২) কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ওই যুবকের পিতার নাম মৃত ইসমাইল। তার বাড়ি ঈশ্বরদীর সন্নিকটে নারিচাতে। ওই যুবক প্রাণ কোম্পানিতে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ঈশ্বরদী পোস্ট অফিস মোড় চার রাস্তার মোড় হওয়ায় বিপুল পরিমাণ যানবাহন চারদিক হতেই যাতায়াত করে। গত মাসে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এখানকার স্পিড ব্রেকারটি উঠিয়ে দেওয়া হয়। কিন্তু অদ্যাবধি সেই স্পিড ব্রেকারটি করা হয়নি। বার বার দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অতিসত্ত্বর পোস্ট অফিস মোড়ে স্পিড ব্রেকার দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।