দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুলে বন্দুকধারীর অতর্কিত হামলায় ১৭ জন নিহত ও বহু আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্কুলটির সাবেক ছাত্র এই হামলা চালিয়েছে। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি স্কুলে বন্দুকধারীর অতর্কিত হামলায় ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহতও হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। স্থানীয় সময় বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে।
ওই স্কুলেরই বহিষ্কৃত সাবেক শিক্ষার্থী বন্দুকধারী নিকোলাস ক্রুজকে আটক করে পুলিশ। তাকে পুলিশী হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফ্লোরিডার পার্কল্যান্ড এলাকায় অবস্থিত স্টোনম্যান ডগলাস হাইস্কুলে এই গোলাগুলির ঘটনাটি ঘটেছে। স্কুলটি হতে শিক্ষার্থী ও শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভেতরে কেও কোনো সন্ত্রাসী রয়েছে কিনা তা অনুসন্ধান চালাচ্ছে পুলিশ সদস্যরা। আশপাশে জড়ো হয়েছেন অভিভাবকরা। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়েছে।
পুলিশের মুখপাত্র স্কট ইসরায়েল বলেছেন, নিহতদের মধ্যে স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা রয়েছেন। এরমধ্যে স্কুল ভবনের ভেতরে ১২, বাইরে ২, রাস্তায় ১ এবং হাসপাতালে ২ জনের মৃত্যু ঘটে।
নিকোলাস বাল্টজার নামে ১৮ বছর বয়সী জনৈক শিক্ষার্থী বলেন, ঘটনা শুরুর সময় ত্রিকোণমিতি ক্লাসে ছিলেন তিনি। এই সময় স্কুল ছুটির ২ মিনিট পূর্বে ফায়ার এলার্ম বেজে ওঠে। ফায়ার এলার্ম শুনে শিক্ষার্থীরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়। গুলির শব্দ খুব কাছে থেকে শুনতে পান বলেও জানিয়েছেন তিনি।
এদিকে এই বর্বরতম ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে তিনি বলেছেন, ভয়াবহ ফ্লোরিডার গুলির শিকার পরিবারদের জন্য আমার প্রার্থনা ও সমবেদনা রইলো। কোনো শিশু, শিক্ষক বা অন্য কেও কখনও আমেরিকান স্কুলে অনিরাপদ বোধ করবেন না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সাম্প্রতিককালে স্কুলে গুলি করে হত্যার ঘটনার মধ্যে এই ঘটনাটি সর্ববৃহৎ একটি ঘটনা, যা অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করেছে।