The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ছেলের পরিচালনায় কুমার বিশ্বজিৎ এর মিউজিক ভিডিও [ভিডিও]

সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ এর ছেলে কুমার নিবিড় তাঁর বাবাকে নিয়ে নির্মাণ করেছেন নতুন গানের মিউজিক ভিডিও

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কুমার বিশ্বজিৎ এর ছেলে কুমার নিবিড় পরিচালনা করে কুমার বিশ্বজিৎ এর নতুন গানের একটি মিউজিক ভিডিও নির্মাণ করছেন। নতুন এই মিউজিক ভিডিওটির নাম ‘প্রশ্নই ওঠে না’।

ছেলের পরিচালনায় কুমার বিশ্বজিৎ এর মিউজিক ভিডিও [ভিডিও] 1

সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ এর ছেলে কুমার নিবিড় তাঁর বাবাকে নিয়ে নির্মাণ করেছেন নতুন গানের মিউজিক ভিডিও। এই ভিডিওটির শিরোনাম ‘প্রশ্নই ওঠে না’। এই গানটির মিউজিক ভিডিওটি নির্মিত হয় গত বছরের মাঝামাঝিতে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া এবং বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে শুটিং হয়েছে এই ভিডিওটির। এই গানটি প্রকাশিত হয়েছে চলতি বছরের ভালোবাসা দিবসে। এই গানটি লিখেছেন শহীদুল্লাহ ফরায়জি। সুর ও সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ নিজেই। রেকর্ডিং হয়েছে ভারতের কোলকাতাতে।

এ বিষয়ে সংবাদ মাধ্যমকে কুমার বিশ্বজিৎ বলেন, ‘ওর বয়স মাত্র ১৬-তে পড়লো। এই বয়সে ওর আগ্রহ এবং বিচক্ষণতা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। এটা যে ওর প্রথম কাজ, দেখলে মনেই হবে না। আমি ওকে কোনো কিছুতে বাধা দেই না। বাবা হিসেবে ওকে বরাবরই উৎসাহ দিয়েছি।’

ছেলের পরিচালনায় কুমার বিশ্বজিৎ এর মিউজিক ভিডিও [ভিডিও] 2

কুমার বিশ্বজিৎ আরও জানান, নিবিড় এর পূর্বে চলচ্চিত্রেও অভিনয় করেছে। বাবার সঙ্গে গলা মেলানোর চেষ্টাও করেছে মাঝে মধ্যে। এবার মিউজিক ভিডিও পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবেও নিজের নাম লেখালেন নিবিড়। গানের কথাগুলো হলো, ‘আমার কষ্টগুলো বুকে পুষে আজীবন কাটাবো, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখার প্রশ্নই ওঠে না’…..

দেখুন ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...