দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রোহিঙ্গা হত্যার অভিযোগে মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)।
রোহিঙ্গা হত্যার ঘটনায় দায়ী মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
দুই কূটনীতিকের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, যাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আসতে পারে, তাদের নামের একটি তালিকা করার জন্য ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানকে অনুরোধও জানানো হবে আগামী সপ্তাহে।
খবরে বলা হয়েছে, মিয়ানমারের জেনারেলদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি কিংবা তাদের সম্পদ জব্দের পদক্ষেপ নেওয়া হলে সেটি হবে ইউরোপীয় ইউনিয়নের কঠোরতম এক পদক্ষেপ।
যুক্তরাষ্ট্র এবং কানাডা ইতিপূর্বে রোহিঙ্গা নিপীড়নে জড়িত মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর একই ধরনের নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।
এক কূটনীতিক রয়টার্সকে বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত মিয়ানমারের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, অবিলম্বে সেই প্রস্তাব সামনে নিয়ে আসতে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদারিকো মঘেরিনিকে অবহিত করবেন জোটের মন্ত্রীরা।
মিয়ানমারের ওপর নব্বইয়ের দশক হতে আরোপিত ইইউর অস্ত্র নিষেধাজ্ঞা কীভাবে আরও জোরদার করা সম্ভব, সে পথও খুঁজে দেখতে বলা হবে।