The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কম দামে পাওয়া যাচ্ছে শাওমির স্মার্ট টিভি!

খুব কম দামে স্মার্ট টিভি এনেছে চীনের শাওমি। মডেল মি টিভি ফোর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল জগতে শাওমি বেশ এগিয়ে গেছে খুব কম সময়ের মধ্যেই। এবার তারা অন্যান্য ইলেকট্রিক সামগ্রিতে বাজার দখল করতে চাইছে। তার অংশ হিসেবে এবার কম দামে পাওয়া শাওমি বাজারে ছাড়বে স্মার্ট টিভি!

কম দামে পাওয়া যাচ্ছে শাওমির স্মার্ট টিভি! 1

খুব কম দামে স্মার্ট টিভি এনেছে চীনের শাওমি। মডেল মি টিভি ফোর। এই টিভিটি শীঘ্রই ভারত-বাংলাদেশসহ এশিয়ার অনেকগুলো দেশেই পাওয়া যাবে। এই টিভির দাম হবে ১৭ হাজার টাকার মতো।

জানা গেছে, শাওমির নতুন এই সাশ্রয়ী দামের টিভি ৩২ ইঞ্চি ডিসপ্লে। ফুল ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল।

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই টিভিতে রয়েছে ১ জিবি র‌্যাম ও ৪ জিবি রম। এতে ডলবি ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড সাপোর্টও করবে।

শাওমির এই টিভির সফটওয়ারে রয়েছে ডিপ লার্নিং এআই। যার মাধ্যমে সম্পূর্ণভাবে বদলে যাবে টিভি দেখার অভিজ্ঞতা। তাছাড়া এই টিভির সঙ্গে পাবেন ৫ লক্ষ ঘন্টার কনটেন্ট। এই বিষয়ে কোম্পানিটি জানিয়েছে, এই কনটেন্টের প্রায় ৮০% গ্রাহকরা বিনামূল্যেই দেখতে পাবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...