দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) দেশব্যাপি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা। ইতিমধ্যেই সকল রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এবার ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি এবং সমমানের পরীক্ষা আজ ২ এপ্রিল শুরু হয়ে চলবে ১৩ মে পর্যন্ত।
এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এবছর ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে ছাত্রদের সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ৭৩০ এবং ছাত্রীদের সংখ্যা ৬ লাখ ১৮ হাজার ৭২৮ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময়সীমা, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে বিধিনিষেধ, প্রশ্নপত্র ট্রেজারী, থানা, ব্যাংকের নিরাপত্তা হেফাজত হতে গ্রহণ ও কেন্দ্রে পরিবহন ও পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী, পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত অন্যদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এবার পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে প্রশ্নের সেট নির্ধারণ করে সকল বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে একাধিক প্রশ্নের সেট পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়।
তারপরও প্রশ্নফাঁস নিয়ে উদ্বেগে রয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়া শুরু করেছে ফাঁসকারী চক্রগুলো। কেও প্রশ্ন দেওয়ার ঘোষণা দিচ্ছেন কেওবা প্রশ্ন চেয়ে পোস্টও দিচ্ছেন বলে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। আবার এসব পোস্টে নাকি সাড়াও দিচ্ছে অনেক শিক্ষার্থী।
এদিকে এ বছরের এইচএসসি পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য সব ধরণের রকম নেওয়া হয়েছে বলে জানা গেছে।