দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামীকাল ৪ মে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ধূসর কুয়াশা’। সেন্সর বোর্ড জটিলতায় দীর্ঘদিন আটকে ছিলো এই চলচ্চিত্রটি।
সেন্সর বোর্ড জটিলতায় দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে মুক্তি পেতে চলেছে ‘ধূসর কুয়াশা’ চলচ্চিত্র। গত জানুয়ারিতে ছাড়পত্র পায় চলচ্চিত্রটি। সকল জটিলতা কাটিয়ে এবার প্রেক্ষাগৃহে আসছে উত্তম আকাশ পরিচালিত ‘ধূসর কুয়াশা’। শুক্রবার ৪ মে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। ছবিটিতে জুটিবেঁধে অভিনয় করেছেন নবাগত নায়ক মুন্না, নায়িকা নিপুন এবং পুষ্পিতা পপি। ইতিমধ্যে ছবিটির ট্রেলার ও গান ইউটিউবে মুক্তি চলে এসেছে।
‘ধূসর কুয়াশা’ ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- সেলিম চৌধুরী, আমিন আজাদ, বিলাস, শিবা সানু, রিনা খান প্রমূখ। ‘ধূসর কুয়াশা’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন কনা, কিশোর এবং ঐশী। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ এবং ইমন সাহা।