দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ত্বক নিয়ে আমাদের যেনো চিন্তার শেষ নেই। মসৃণ ত্বক কখন তার উজ্জ্বলতা হারায় তা বলা যায় না। তাই সময় থাকতে ত্বকের যত্ন নেওয়া দরকার। আজ জেনে নিন ত্বক উজ্জ্বল করতে আমলকির ব্যবহার সম্পর্কে।
ত্বক উজ্জ্বল রাখতে আমলকি বেশ উপকারী একটি জিনিস। আমলকির মধ্যে রয়েছে ভিটামিন সি এবং ই। আমলকি ত্বকের মলিনভাব কমিয়ে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে থাকে।
ত্বক উজ্জ্বল করতে আমলকি ব্যবহারের উপায় সম্পর্কে একটি প্রতিবেদন দিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ। তাতে বিস্তারিত তুরে ধরা হয়েছে ত্বকের উজ্জ্বলতা আনতে কিভাবে এই আমলকি ব্যবহার করা যাবে সেই বিষয়ে।
কী কী উপাদান রয়েছে এতে
# ২ টেবিল চামচ আমলকির গুঁড়া।
# ১ চা চামচ মধু
# ১ টেবিল চামচ লেবুর রস
মধু ত্বকের টিস্যু পুনর্গঠনে বিশেষভাবে সাহায্য করে এবং লেবু শরীরের কাজ করে ব্লিচিং উপাদান হিসেবে।
যেভাবে এটি ব্যবহার করবেন
# প্রথমে একটি পাত্রের মধ্যে আমলকির গুঁড়া এবং মধু নিন ও তা মেশান।
# এবার এর মধ্যে লেবু মিশিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করুন।
# এখন এই মাস্কটি মুখে এবং ঘাড়ে মাখুন।
# ১৫ হতে ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে তা ধুয়ে ফেলুন।
# সপ্তাহে অন্তত একবার এই মাস্কের ব্যবহার ত্বক উজ্জ্বল করতে কাজ করবে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।