দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাম্প্রতিক সময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘আকাশ’ ডিটিএইচ। ডিসের তারে নানা সমস্যার কারণে ক্রমেই জনপ্রিয় হচ্ছে স্যাটেলাইট ডিস সংযোগ ‘আকাশ’ ডিটিএইচ।
সাম্প্রতিক সময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘আকাশ’ ডিটিএইচ। ডিসের তারে নানা সমস্যার কারণে ক্রমেই জনপ্রিয় হচ্ছে স্যাটেলাইট ডিস সংযোগ ‘আকাশ’ ডিটিএইচ।
ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ ডিটিএইচ ও প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দেশ লজিস্টিক লিমিটেড’র ডেইলি শপিংয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির কারণে গ্রাহকরা ডেইলি শপিংয়ের ৪৫টি আউটলেট হতে আকাশ ডিটিএইচ সংযোগ কিনতে পারবেন। জনগণ যাতে খুব সহজেই আকাশ ডিটিএইচ এর সংযোগ নিতে পারেন সে কারণেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রাজধানীর মধ্য বাড্ডায় প্রাণ সেন্টারে দেশ লজিস্টিকের হেড অফিসে সম্প্রতি এই সংক্রান্ত চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আকাশ ডিটিএইচের চিফ ফাইনান্সিয়াল অফিসার মো. লুৎফুর রহমান ও দেশ লজিস্টিক কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশ ডিটিএইচের হেড অফ মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজিক সেলস মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, বিজনেস প্ল্যানিং অ্যান্ড সাপ্লাই চেইনের জেনারেল ম্যানেজার জিয়া হাসান খান প্রমুখ ব্যক্তিবর্গ।