দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের জনপ্রিয় তারকা সানি লিওননের পর এবার ঢাকাই চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন‘ড্যান্স কুইন’ খ্যাত নোরা ফাতেহি।
জানা গেছে, শাপলা মিডিয়ার ‘গ্যাংস্টার’ ছবির আইটেম গানে দেখা যাবে বলিউডের এই খ্যাতিমান তারকাকে। ‘দিলবর দিলবর’, ‘গরমি’, ‘কামারিয়া’সহ বেশকিছু নামকরা গানে নোরার উপস্থিতি দর্শকদের দৃষ্টি কাড়ে। ইতিপূর্বে শাপলা মিডিয়ার ‘বিক্ষোভ’ ছবির আইটেম গানে নেচেছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, বলিউড তারকারা ছবির সঙ্গে যুক্ত থাকলে দর্শকের আগ্রহ আরও বেড়ে যায়। তাই আমার ছবিতে সবসময়ই বিশেষ কিছু রাখার চেষ্টা করি। এই ছবিতে নোরার সঙ্গে অভিনয়ের বিষয়ে কথা বলেছেন আমার বলিউড এজেন্ট। এরাই সানির সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন।
তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কয়েকজন সংগীত পরিচালককে আইটেম গানটি তৈরি করার দায়িত্ব দিয়েছি। এই তালিকায় আকাশ, নাভেদ পারভেজ, লিংকন চৌধুরীসহ অনেকেই রয়েছেন। যার গান ভালো হবে সেই গানই ছবিতে ব্যবহার করা হবে।
উল্লেখ্য, ‘গ্যাংস্টার’ চলচ্চিত্রটি নির্মাণ করছেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা শাহীন সুমন। এই চলচ্চিত্রে প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন তরুণ অভিনেতা শান্ত খান এবং কোলকাতার অভিনেত্রী ঋত্বিকা সেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।