দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উপহার পেতে সকলেরই ভালো লাগে। প্রেমের ক্ষেত্রে উপহার আদান-প্রদান আরও জনপ্রিয় একটি বিষয়। এই বিষয়টাকে উপজীব্য করেই রোমান্টিক কমেডি নাটক ‘গার্লফ্রেন্ড শুধু গিফট চায়’ নির্মাণ করেছেন পরিচালক দেবব্রত রনি।
‘গার্লফ্রেন্ড শুধু গিফট চায়’ নাটকটি রচনা করেছেন অনামিকা মন্ডল। এই নাটকে দেখা যাবে অনি নামে একটি মেয়ে ফেসবুকে নীল প্রজাপতি নামে একটি আইডি খুলে বড়লোক ছেলেদের সঙ্গ প্রেম করে বেড়াচ্ছে। রনি বিষয়টি আইডেন্টিফাই করে অনিকে শিক্ষা দিতে চান। যে কারণে ঘটতে থাকে নানারকম মজার মজার ঘটনা।
এই নাটকটিতে অনি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সারিকা এবং রনি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নিলয়। এছাড়াও অপু আহমেদ, সাফিজ আল মামুন, লতাসহ আরও অনেকেই অভিনয় করছেন এই নাটকটিতে।
উত্তরাতে ৯ এবং ১০ জানুয়ারি দু’দিন ব্যাপি এই নাটকের শুটিং চলছে। ফারদিন ভিশন নিবেদিত এই নাটকটি প্রযোজনা করছেন মীর ফখরুদ্দীন ছোটন। নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।