দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল।এই সময় মালাবদল করছিলেন বর। হঠাৎই আসরে ঢুকে বরকে ইচ্ছেমতো জুতোপেটা শুরু করলেন এক নারী। সেই জুতোপেটার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে ভারতে। দেশটির উত্তর প্রদেশ রাজ্যের হমিরপুর জেলার এক বিয়ের আসরে এমন আজব ঘটনা ঘটে।
সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এত প্রতিবেদনে জানা যায়, বিয়ে শেষে বর-কনে যখন মালাবদল করছিলেন, ঠিক তখন ঘটে ওই ঘটনা। এই সময় হঠাৎ এক নারী মঞ্চে উঠেন। তিনি ফটোগ্রাফারকে ঠেলে সরিয়ে দিয়ে পা থেকে স্যান্ডেল খুলে নিয়ে ইচ্ছেমতো বরকে জুতা দিয়ে মারতে থাকেন।
সেই সময় উপস্থিত অতিথিরাতো হতবাক! তারা ওই ঘটনা ভিডিও করে রাখে। পরে জানা যায় যে, ওই নারী হলেন বরের মা। ছেলে নিচু গোত্রে বিয়ে করায় ক্ষিপ্ত হয়েই তিনি বিয়ের আসরে নিজেকে আর সামলে রাখতে না পেরে এই কাণ্ডটি ঘটিয়েছেন।
প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, আগে থেকেই ছেলেটির মা এই বিয়েতে রাজি ছিলেন না। তবে ছেলেটি আগেই রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলেন। পরে পারিবারিকভাবে তাদের বিয়ের ওই আয়োজন করা হয়েছিলো। তবে বিয়ের আসরেই পুরোনো ক্ষোভ যেনো মাথা চাড়া দিয়ে ওঠে বরের মায়ের। তার তাতেই ঘটান তিনি এই কাণ্ড!
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।