দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আফগানিস্তানে তালেবানের সঙ্গে আলোচনার পর দেশটিতে ১০টি মেয়েদের স্কুল খুললো তুরস্ক। আফগানিস্তানে নারীদের শিক্ষার সুযোগ বৃদ্ধির বিষয়ে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তুরস্ক এই পদক্ষেপ নিয়েছে।
শুক্রবার মন্ত্রিসভার এক বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী কাভুসোলু বলেছেন, তুরস্কের রাষ্ট্রীয় তহবিলে পরিচালিত মারিফ ফাউন্ডেশনের অধীনে আফগানিস্তানের ১৪টি মেয়েদের স্কুলের মধ্যে ১০টিই আবারও চালু করা হয়েছে। এই ফাউন্ডেশনের অধীনে আফগানিস্তানে মোট ৮০টি স্কুল পরিচালিত হয়ে আসছিলো।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী কাভুসোলু আরও জানান, তিনি আফগানিস্তানের তালেবান প্রতিনিধি দলের সঙ্গে এই বিষয়ে বৈঠকও করেছেন। এই দলের নেতৃত্বে দেন আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সম্প্রতি আফগানিস্তানের ৫ হাজারেরও বেশি পরিবারকে ত্রাণ সহায়তাও দিয়েছে তুরস্ক।
উল্লেখ্য, আফগানিস্তানে গত ১৫ আগস্ট তালেবান ক্ষমতায় বসার পর মেয়েদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় নিষেধাজ্ঞা জারি করে। যা নিয়ে সমালোচনার মুখে পড়ে তালেবান সরকার। তবে দ্রুত স্কুল খুলে দেওয়ার বিষয়ে কাজ চলছে বলেও দাবি করছে তালেবান। এদিকে মেয়েদের স্কুলে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।