দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক রোশান ও প্রিয়মনি। গত সপ্তাহে সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন এই দুই তারকা। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এটি প্রযোজনা করছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান ও আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।
রোশান ও প্রিয়মনিকে নিয়ে এই সিনেমাটি নির্মাণ করবেন মাসুদ মহিউদ্দীন এবং মাহামুদ হাসান শিকাদার। এটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফজলুল হক আকাশ।
পরিচালক মাসুদ মহিউদ্দীন বলেছেন, আমি সকল নির্মাণের ক্ষেত্রেই একটি বিষয় বিশ্বাস করি তা হলো টিমওয়ার্ক। এর আগেও বেঙ্গলের একটি কাজ আমি করেছি। এখন নতুন একটি চলচ্চিত্র করতে চলেছি। ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে চলেছি। আশা করছি, সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন।
নির্মাতা আরও বলেন, গল্প নিয়ে আগেই কিছু বলতে চাই না। আমরা এই সিনেমার সব কিছুই আপাতত সারপ্রাইজ হিসেবেই রাখছি।
ছবিটি সম্পর্কে চিত্রনায়ক রোশান বলেন, এই নিয়ে আমি বেঙ্গলের ৩টি কাজ করতে যাচ্ছি। আসলে আমি অনেক ভাগ্যবান, অল্পতেই অনেক বড় বড় মানুষদের আশির্বাদ এবং ভালোবাসা পেয়েছি। তারমধ্যে অন্যতম হচ্ছেন সৈয়দ আশিক স্যার। সেজন্য আমি চিরকৃতজ্ঞ। বৈচিত্রময় এটি যা বাংলা ভাষাভাষি মানুষের কাছে সিনেমাটিতে ভিন্নতা নিয়ে আসবে। কারণ দর্শকরা এখন ভালোমানের গল্প দেখতে চান, সেই ভিন্নতা পাবেন আশা করি।
এ সম্পর্কে চিত্রনায়িকা প্রিয়মনি বলেছেন, সিনেমার গল্প শুনেই পছন্দ করেছি। বর্তমানে স্ক্রিপ্ট পড়ছি। অসাধারণ একটি সিনেমা হতে চলেছে। একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প এটি। আর বলতে চাই না গল্প নিয়ে। সবাই মিলে যাতে খুব দ্রুত কাজটি শুরু করতে পারি সে জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন।
জানা গেছে, শীঘ্রই আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে এই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন মনোরম লোকেশনে। তথ্যসূত্র: চ্যানেল আই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।