দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাশ্মীরে শুটিংয়ের সময় পাহাড়ি নদীতে পড়ে বড় দুর্ঘটনার সম্মুখীন হলেন সামান্থা রুথ প্রভু ও বিজয় দেভেরাকোন্ডা। ‘খুশি’ ছবির সেটে স্টান্ট করতে গিয়ে ঘটেছে এই দুর্ঘটনা।
ওই দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে ছিলেন দুই তারকা। এতে দুজনই আহত হয়েছেন। বর্তমানে দু’জনেরই ফিজিওথেরাপি চলছে বলে জানা যায়।
কাশ্মীরের পেহেলগাম এলাকায় শুটিং-এর সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। এক ক্রু মেম্বারের সূত্রে জানা যায়, লিডার নদীর উপরের দড়ির ব্রিজ দিয়ে গাড়ি চালাতে হয়েছিল এই দুই তারকাকে। সেই সময় দড়ি ছিঁড়ে গাড়ি নদীতে পড়ে যায়। এতে করে দুই তারকার পিঠে ঘাত লাগে। তড়িঘড়ি করে তাদের উদ্ধার করে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কাছের এক হোটেলে নিয়ে যাওয়া হয় সামান্থা এবং বিজয়কে। ফিজিওথেরাপিস্টরা সেখানে এসে চিকিৎসা শুরু করেন। পরে পিঠে প্রবল ব্যথা নিয়ে শুটিং শেষ করে গত সোমবার ফিরে এসেছেন ভারতের এই দুই তারকা সামান্থা রুথ প্রভু এবং বিজয় দেভেরাকোন্ডা।
আগামী ২৩ ডিসেম্বর ‘খুশি’ ছবিটি মুক্তি পাবে। তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পেতে যাচ্ছে এই ছবিটি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।