দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউক্রেনে নতুন করে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।
ওই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৬৪ জন। ১৫ জানুয়ারি দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য বেশিরভাগ হামলা চালিয়েছে রাশিয়া। খবর: রয়টার্সের।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, দেশটির নিপ্রো শহরে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ৯তলা ভবনে আঘাত হানে। সেখানে অন্তত ১২ জন নাগরিক নিহত হন। তীব্র শীত উপেক্ষা করে রাতের বেলায় ইউক্রেনের উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
নিপ্রোর ডেপুটি মেয়র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে জানিয়েছেন, একটি ৯তলা ভবনের আশপাশে বসবাসকারীরাও আটকা পড়েছেন। তাছাড়াও ধ্বংসস্তূপে আটকেপড়াদের উদ্ধারে একের পর এক খুদে বার্তাও পাঠিয়ে যাচ্ছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা কিরিলো তিমোশেঙ্কো বলেছেন যে, নিপ্রোর ওই ভবনটি থেকে ৩৭ জন আটকেপড়া ব্যক্তিকে উদ্ধার করা হয়। এই হামলায় অন্তত ৬৪ জন আহত হন।
কেবলমাত্র নিপ্রোই নয়, রাশিয়ার এই দফার হামলা আঘাত হেনেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরের গুরত্বপূর্ণ অবকাঠামোতে।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী বলেছেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিয়ে সংকট বাড়ার কারণে আগামী দিনগুলো আরও কঠিন হতে যাচ্ছে। বিশেষ করে এই তীব্র শীতে পানি গরম করার বিষয় থেকে শুরু করে, ঘরের জন্য কেন্দ্রীয় উষ্ণতা সঞ্চালন ব্যবস্থা পরিচালনা করাও বেশ কঠিন হবে।
এই বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নিপ্রোতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ‘রাশিয়ার সন্ত্রাসবাদের’ মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছে আরও অস্ত্র সহায়তা চাইবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।