দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)-এর ৯৫তম আসর অনুষ্ঠিত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)-এর ৯৫তম আসর অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে ৭টি ক্যাটাগরিতে সর্বোচ্চ পুরস্কার পেলো এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স সিনেমা।
এক নজরে অস্কারজয়ীদের তালিকা দেখে নিন:
সেরা চলচ্চিত্র : এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা অভিনেতা : ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
সেরা অভিনেত্রী : মিশেল ইয়েয়োহ (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব অভিনেতা : কে হুই কুয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী : জ্যামি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পরিচালক : ড্যানিয়েল কুয়ান ও ড্যানিয়েল স্নেইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা মৌলিক গান : নাটু নাটু, কালা ভৈরব ও রাহুল সিপলিগুঞ্জ (আরআরআর)
সেরা মৌলিক আবহ সংগীত : অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা কস্টিউম ডিজাইন : ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার
সেরা মেকআপ ও হেয়ারস্টাইল : দ্য হোয়েল
সেরা মৌলিক চিত্রনাট্য : এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য : উইমেন টকিং
সেরা সাউন্ড: টপ গান : ম্যাভেরিক
সেরা চলচ্চিত্র সম্পাদনা : এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা প্রোডাকশন ডিজাইন : অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস : অ্যাভাটার: দ্য ওয়ে ওব ওয়াটার
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র : অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা অ্যানিমেটেড ফিচার : গুইলারমো ডেল টরো’স পিনোশিও: গুইলারমো ডেল টরো, মার্ক গুস্তাফসন, গ্যারি উঙ্গার ও অ্যালেক্স বাল্কলে
সেরা তথ্যচিত্র ফিচার : নাভালনি
সেরা লাইভ অ্যাকশন শর্ট : অ্যান আইরিশ গুডবাই
সেরা তথ্যচিত্র শর্ট : দ্য এলিফ্যান্ট হুইসপার্স
সেরা অ্যানিমেটেড শর্ট : দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।