দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে মাইক্রোসফটের বড় বিনিয়োগের পরই কোম্পানি চালু করে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। এবার সেই সেক্টরে যোগ দিচ্ছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং টুইটারের সিইও ইলন মাস্ক।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, এক্স ডট এআই নামে নতুন একটি কোম্পানি তৈরি করেছেন ইলন মাস্ক।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে এক্স.এআই কোম্পানিটি খোলা হয়। ইলন মাস্ক তাতে ডিরেক্টর হিসেবে রয়েছেন ও তার পারিবারিক ব্যবসা কার্যালয়ের ডিরেক্টর জ্যারেড বিরচালকে ওই কোম্পানিটির সেক্রেটারি করা হয়েছে। গত ৯ মার্চ কোম্পানিটি চালু হয় বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জ। ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে এই তথ্য জানা যায়।
গত কিছুদিন ধরেই বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসায় নাম লেখানোর গুজব আকাশে-বাতাসে ছড়াতে থাকে। এবার সেটি সত্যে পরিণত হলো। আর, সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়, ইলন মাস্ক সম্প্রতি কয়েক হাজার গ্রাফিক প্রসেসিং ইউনিট (জিপিইউ) কিনেছেন। ধারণা করা হচ্ছে যে, এইসব জিপিইউ কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির জন্যই কেনা হয়েছিলো।
সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে টুইটার বিক্রির কথা বলে আলোচনায় উঠে আসেন মাইক্রোব্লগিং সাইটটির সিইও ইলন মাস্ক। তিনি বলেন যে, ‘টুইটারের মালিক হওয়া এবং এটি চালানো খুবই কষ্টকর। অবশ্য এটি বিরক্তিকর নয়, এটি অনেকটা রোলার কোস্টারের মতোই। উপযুক্ত লোক পেলে টুইটার বিক্রি দেবো।’
বিবিসির ওই সাক্ষাৎকারে প্রচুর জিপিইউ কেনা সম্পর্কে জানতে চাওয়া হলে ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির বিষয়ে কোনো আভাসই দেননি।
উল্লেখ্য, ২০১৫ সালে যখন কৃত্তিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআই চালু হয়, তখন ইলন মাস্ক কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে বেশ অনীহা ছিল তার। প্রকাশ্যেই কোম্পানিটির নানা বিষয়ে বিরোধিতা করতেন ইলন মাস্ক। এরপর ২০১৮ সালে গিয়ে ওই কোম্পানি থেকে বেরিয়েও যান তিনি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।