The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

বসনিয়ায় খেলার মাঠে মিসাইল গোলা!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ খেলা নিয়ে অনেক বাক-বিতণ্ডা বাঁধে। বিশেষ করে ফুটবল খেলার মাঠে এমন ঘটনা নতুন নয়। কিন্তু এবার খেলার মাঠে শুধু বাক-বিতণ্ডা বা হাতাহাতিই নয় অগ্নিকুণ্ডের মতো মিসাইল ছোঁড়া হয়েছে খেলার মাঠে!


Bosnia-1

এমনই একটি ঘটনা ঘটেছে বসনিয়ায়। সেখানকার একটি প্রিমিয়ার লীগে জেলেনিকার ও বোরাকের মধ্যেকার খেলায়। ১-০ গোলে এগিয়ে ছিল জেলেনিকার। এমনি সময় বোরাকের সমর্থকরা সে পরাজয় মানতে নারাজ। বেধে গেলো এক মহা হট্টগোল। গোল নিয়ে হট্টগোলের শেষ পরিণতিতে সবাই হতবাক! প্রথমে পাথর দিয়ে শুরু হয় প্রতিপক্ষের ওপর আক্রমণ। এর পর শুরু হয় পটকা ও বারুদের আতষবাজি। এক সময় সেই স্টেডিয়ামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অগ্নিকুণ্ডের ছোঁড়াছুড়ি। সে এক বিভীশিকাময় কাণ্ড। অবস্থাদৃষ্টে মনো হলো অগ্নিকুণ্ড নয়, স্বয়ং মিসাইল। খেলোয়াড়রা কিংকর্তব্য বিমুঢ়। হতভম্ব হয়ে মাঠের মাঝখানে আশ্রয় নিয়েছেন। এমনটা বোধ হয় কোথাও দেখা যায় না।

bosnia-3

অবশেষে সব মিটেছে তবে জরিমানার মধ্যদিয়ে। যুদ্ধের শুরু যেহেতু বোরাক-সমর্থকদের হাতে। ফলে তাঁদের ভালোই খেসারত দিতে হয়েছে। দেশটির ফুটবল অভিভাবক এনএফএসবিআইএইচ জেলেনিকারকেই ম্যাচ বিজয়ী ঘোষণা করে। বোরাককে গুনতে হয় চার হাজার চার শ ইউরো জরিমানা। এ ছাড়া পরের তিনটি ম্যাচে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বোরাক-সমর্থকদের ওপর।

তুমি এটাও পছন্দ করতে পারো
bn_BDBengali