দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০১৮ সাল নাগাদ গ্রাহকের হাতে পৌঁছাতে পারে ৫ মিনিটেই পুরো চার্জ হতে সক্ষম এমন স্মার্টফোন। ২০১৫ সালে ইসরায়েলি এক স্টার্ট-আপ এই প্রযুক্তিটি দেখায়।
স্টোর ডট নামের ওই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ডরন মায়ার্সডর্ফ বিবিসিকে বলেছেন, এই ফোনের উৎপাদন ২০১৮ সালের শুরুর দিকেই শুরু হবে বলে আশা করা হচ্ছে।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞ বেন উডস বলেছেন, এমন প্রযুক্তি নিয়ে বেশ সন্দেহ রয়েছে। ৫ মিনিটেই চার্জ হওয়া এই স্মার্টফোন কোন উৎপাদনকারি প্রতিষ্ঠান তৈরি করবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।
বিবিসির খবরে বলা হয়, এই প্রযুক্তিতে অ্যানোড হতে ক্যাথোডে খুব দ্রুত আয়ন ট্রান্সফার হবে ও এখানে ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়ে প্রতিষ্ঠানটি।