দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উবারের সফলতার পর এবার সিএনজিগুলোও গ্রাহক সেবা বাড়ানোর পথে এগিয়ে যাচ্ছে। খোঁজাখুঁজির ঝামেলামুক্ত করতে এখন থেকে অ্যাপস দিয়ে ডাকতে পারবেন সিএনজি।
সিএনজি খোঁজার ঝামেলার কারণে সাম্প্রতিক সময় বাংলাদেশে আসা উবারের প্রতি মানুষ আসক্ত হয়ে পড়েছেন। তবে এখন থেকে সিএনজিও ব্যবহার করতে পারবেন খুব সহজেই। কারণ অ্যাপস ব্যবহার করে সিএনজি অটোরিকশার সুবিধা নিতে পারবেন যাত্রীরা। এই সেবাটি নিয়ে আসছে ‘গতি-লেটসগো’ নামে একটি অ্যাপ। জানুয়ারি হতেই এর যাত্রা শুরু হবে। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
গুগল ড্রাইভে গতি ড্রাইভার ও গতি-লেটসগো নামে পাওয়া যাবে এই অ্যাপস দুটি। নতুন এই অ্যাপসটি ২০১৮ সালের ১ জানুয়ারি হতে ব্যবহার করতে পারবেন যাত্রীরা।
এই বিষয়ে ‘গতি-লেটসগো’ অ্যাপের সিইও এন জামান চৌধুরী জেমস জানিয়েছেন, একজন যাত্রীর রিকোয়েস্ট এক মিনিটে কাছাকাছি ৫ জন সিএনজি অটোরিকশা চালকের কাছে পৌঁছে যাবে। অর্থাৎ ৫টি সিএনজি একজন যাত্রীর জন্য অপেক্ষায় থাকবে। এরমধ্যে যে চালক প্রথম রিকোয়েস্ট ধরবেন তিনি যাত্রীকে নিতে আসবেন। এছাড়া যাত্রী বা চালক অ্যাপ হতে নম্বর পেয়ে দু’জনের মধ্যে কথাও বলে নিতে পারবেন।
‘গতি-লেটসগো’ শুরুতেই ২ হাজার মোবাইল সিএনজি চালকদের হাতে দিয়ে এই সেবাটি শুরু করবে। স্বল্প সময়ে চালকদের প্রশিক্ষণও দেওয়া হবে।
এই ব্যাপারে সংস্থাটির সিইও এন জামান চৌধুরী জেমস আরও বলেছেন, এটি শেয়ারিং অ্যাপ নয়। তবে এটি অ্যাপ ভিত্তিক সেবা। সিএনজি চালিত অটোরিকশা ‘গতি-লেটসগো’ নামের অ্যাপেই চলবে। যাদের অ্যাপ নেই তারাও রাস্তায় যে সিএনজি পাবেন তাতে উঠে চালকের অ্যাপে ট্রিপ স্টার্ট দিয়ে গন্তব্যে যেতে পারবেন খুব সহজেই।
‘ই-ওয়ালেট এবং ক্যাশে’-এই দুইভাবেই ভাড়া পরিশোধ করতে পারবেন এইসব সিএনজির যাত্রীরা। বর্তমান মিটারে সিএনজি অটোরিকশার যে ভাড়া হয় প্রায় একই সমান ভাড়া থাকবে এই সিএনজিগুলোতে। অ্যাপ প্রতিষ্ঠানটি ট্রিপ প্রতি সেখান থেকে ২০ শতাংশ কেটে নেবে।