দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পোষ্য কুকুর মনিবের অনেক উপকার করে সেই খবর আমরা মাঝে মধ্যেই দেখি। তবে পোষ্য কুকুর মাঝে-মধ্যে এর ব্যতিক্রম কিছুই করে বসে। যেমন এক পোষ্য কুকুর খাবারের পরিবর্তে টাকা খেয়ে লেফলো!
ছোট্ট ওই কুকুরটির নাম ওজি। দুষ্টুমিতে ওজির জুড়ি মেলা ভার। সম্প্রতি সে এমন এক দুষ্টুমি করেছে, যা নিয়ে আলোচনায় মেতে উঠেছে নেট দুনিয়া। পোষ্যের এমন এক দুষ্টুমির জেরে তার মালিকের এখন মাথায় হাত!
ওজিকে নিয়ে ব্রিটেনের নর্থ ওয়েলস এলাকায় বসবাস করেন এক ব্যক্তি। সম্প্রতি তার বাড়ির লেটারবক্সে আসে একটি খাম। ওই ব্যক্তি বাড়ি না থাকার কারণে লেটার বক্সে খামটি দেখে ওজি মুখে করে তুলে নিয়ে চলে যায় ঘরে।
তবে খামের ভিতর কী রয়েছে তা জানতে বোধহয় ওজি একটু বেশিই আগ্রহী হয়ে পড়ে। তাই দাঁত দিয়ে সেই খাম টুকরো টুকরো করে ফেলে।
ওই খামের ভিতর ছিল ২০ ইউরোর ৮টি নোট। খাম ছেঁড়ার কারণে টুকরো টুকরো হয়ে যায় সব নোটগুলি। বাংলাদেশী মুদ্রায় ওই নোটের বাজার মূল্য প্রায় ১৬ হাজার টাকার মতো।
বাড়ি ফিরে ওজির এমন একটি কাণ্ড দেখে মালিকের তো মাথায় হাত। আর্থিক ক্ষতি নয়, তখন তাঁর চিন্তা এসে পড়ে ওজিকে নিয়ে। নোট পেটে চলে গিয়েছে কিনা এই আশঙ্কায় ওই ব্যক্তি ওজিকে নিয়ে যানচিকিৎসকের কাছে।
মারফি অ্যান্ড কো ভেটেনারি প্রাকটিস তাদের ফেসবুক পেজে ছবিসহ পুরো বিষয়টি আপলোড করেন। তার পরই ভাইরাল হয়েছে ওই পোস্টটি। দুনিয়া জোড়া যেনো অনলাইনের খবর ওজি ও তার মালিক।